বৃহস্পতিবার ৯ মে ২০২৪ ০৬:১৫:১৩ অপরাহ্ণ

শিরোনাম

 সোনাগাজী মডেল থানা বার্ষিক পরিদর্শনে ফেনী পুলিশ সুপার     চট্টগ্রামে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের এক পাইলট নিহত!     সোনাগাজীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ উদ্বোধন     দাগনভূঞা প্রবাসী ফোরামের বর্ষপূর্তি উদযাপন ও প্রাদেশিক কমিটি ঘোষণা     ফেনীতে নানান আয়োজনে খেলাঘরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন     গ্রাম পুলিশদের জাতীয়করণের দাবিতে ঢাকা প্রেসক্লাবের সামনে অনশনে অংশগ্রহণ     গ্রাম পুলিশদের জাতীয়করণের দাবিতে ঢাকা প্রেসক্লাবের সামনে অনশনে অংশগ্রহণ     উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে যাচ্ছেন পারভিন আক্তার     দাগনভূঞায় কৃষকদের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত     ১১টি শর্ত মানলে দেশে বাড়বে মার্কিন বিনিয়োগ   

দাগনভূঞায় কৃষকদের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশ : এপ্রিল ২৩, ২০২৪ | সময় : ৯:৪৫ পূর্বাহ্ণ

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞায় প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স (পার্টনার) ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার রাজাপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে  কৃষকদের নিয়ে এ ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মহিউদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ লুৎফুল হায়দার ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ একরাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ও মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা অর্ধশতাধিক কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

এসময় বোরো মৌসুমের জাত বিনা ধান ২৫ নিয়ে কৃষকদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়।

শেষে অতিথিরা মাঠ পর্যায়ে কমিউনিটি বীজ উৎপাদন প্রযুক্তি প্রদর্শনী (বোরো) ধান উৎপাদনের প্রকল্প পরিদর্শন করেন।