রবিবার ১৯ মে ২০২৪ ০৩:১২:০৭ অপরাহ্ণ

শিরোনাম

 সিনিয়র সহকারী সচিব হলেন দাগনভূঞার সাবেক এসিল্যান্ড মেহরাজ     দাগনভূঞায় ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ     কেএনএফের নারী শাখার প্রধান সমন্বয়ক গ্রেপ্তার     নবীকে নিয়ে ক'টু'ক্তি করায় ফেনীর কাঁচা সবজির আড়তে বাদল নামের একজনকে গণধোলাই     উপজেলা পরিষদ নির্বাচনে ফেনীর দাগনভূঞায় আনসার ও ভিডিপি সদস্য বাছাই     সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচন প্রতীক পেয়ে মাঠে নেমেছেন প্রার্থীরা     সোনালী ব্যাংক নবাবপুর শাখার জন্য জিএম, ডিজিএম এর স্কুল মার্কেট পরিদর্শন     নবাবপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ এ কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য মধ্যহ্নভোজের আয়োজন     ভাইস চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত খোদেজা খানম শাহিন গনি     সোনাগাজীর বগাদানায় ঘূর্নিঝড়ে ভেঙে পড়ছে দিনমজুরের ঘর,   

ফেনীতে নানান আয়োজনে খেলাঘরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ : মে ২, ২০২৪ | সময় : ১১:০২ অপরাহ্ণ

ফেনী প্রতিনিধি: ফেনীতে আনন্দ শোভাযাত্রা, চিত্রাংকন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর এর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বৃহষ্পতিবার (০২ মে) দিনব্যাপী খেলাঘর ফেনী জেলা কমিটির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সকালে উজ্জীবক আর্ট একাডেমিতে চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়।

বিকালে পৌর চত্তর থেকে আনন্দ শোভাযাত্রা শুরু উজ্জীবক আর্ট একাডেমিতে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় খেলাঘর জেলা কমিটির সভাপতি অ্যাড জাহাঙ্গীর আলম নান্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দ মনির আহমদ’র সঞ্চালনায় বক্তব্য দেন, সহ সভাপতি গিয়া উদ্দিন ভুঞা, টিটো দত্ত, অর্থ সম্পাদক আহমেদুল হক খোকন, সোনাগাজী উপজেলা কমিটির সাধারন সম্পাদক মোতাহের হোসেন তৌহিদ, পরশুরাম উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জহির উদ্দিন টিপু, আলোকধারা আসরের সাধারণ সম্পাদক প্রফেসর মাসুবুল আলম ভুঞা, জেলা কমিটির সদস্য আবদুল কাদের সম্রাট, বিদ্যুৎ মহাজন, বিবি আয়েশা, আশিকুর রহমান প্রমুখ।

এসময় জেলা, উপজেলা ও আসর কমিটির সদস্যবৃন্দ এবং উজ্জীবক আর্ট একাডেমির শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।