সোমবার ২০ মে ২০২৪ ০২:৪১:১৫ অপরাহ্ণ

শিরোনাম

 সিনিয়র সহকারী সচিব হলেন দাগনভূঞার সাবেক এসিল্যান্ড মেহরাজ     দাগনভূঞায় ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ     কেএনএফের নারী শাখার প্রধান সমন্বয়ক গ্রেপ্তার     নবীকে নিয়ে ক'টু'ক্তি করায় ফেনীর কাঁচা সবজির আড়তে বাদল নামের একজনকে গণধোলাই     উপজেলা পরিষদ নির্বাচনে ফেনীর দাগনভূঞায় আনসার ও ভিডিপি সদস্য বাছাই     সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচন প্রতীক পেয়ে মাঠে নেমেছেন প্রার্থীরা     সোনালী ব্যাংক নবাবপুর শাখার জন্য জিএম, ডিজিএম এর স্কুল মার্কেট পরিদর্শন     নবাবপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ এ কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য মধ্যহ্নভোজের আয়োজন     ভাইস চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত খোদেজা খানম শাহিন গনি     সোনাগাজীর বগাদানায় ঘূর্নিঝড়ে ভেঙে পড়ছে দিনমজুরের ঘর,   

বক্তারমুন্সি বাজার ব্যবস্থাপনা কমিটি নির্বাচনে মোশারফ হোসেন বাদল সভাপতি, এমরান সম্পাদক

প্রকাশ : এপ্রিল ২২, ২০২৪ | সময় : ১:২৩ অপরাহ্ণ

সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজী উপজেলার বক্তারমুন্সি বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত। গত রবিবার বিকালে ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে মোশারফ হোসেন বাদলকে সভাপতি ও মীর এমরানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। বাদল স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও এমরান উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। উক্ত কমিটির মেয়াদ ৩ বছর বলবত থাকিবে। ২১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি নুরআলম, রফিক উদ্দিন, নুরুল হক দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরান, আবু তৈয়ব খোন্দকার, সহ-সাধারণ সম্পাদক সাইফুল্লাহ খোন্দকার শামীম, দপ্তর সম্পাদক ডা: জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ হাজী রবিউল হক, প্রচার সম্পাদক মো: ইসমাইল, সদস্য মীর নাছির উদ্দীন, মো: আলমগীর, নজরুল ইসলাম রাজু, আয়েশা আক্তার, কামাল উদ্দিন, রফিকুল ইসলাম, আবু ইউছুপ, জসিম উদ্দিন, বাদল চন্দ্র রায়, ওমর ফারুক সুমন। মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল জানান, বাজারের সকল ব্যবসায়ীদের উপস্থিতিতে আগামী তিন বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। কমিটি বাজারের ব্যবসায়ীদের সকল সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে থাকবে।