সোমবার ১৩ মে ২০২৪ ১১:২৯:২১ পূর্বাহ্ণ

শিরোনাম

 সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচন, লিপটনকে সমর্থন জানালো সাবেক সাংসদ এর সহধর্মিণী পারভীন আক্তার     মেয়েদের চেয়ে ছেলেরা কেন পিছিয়ে, কারণ খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ     সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ২য় বারের মত আলোচনার শীর্ষে সাখাওয়াতুল হক বিটু     সোনাগাজী প্রেসক্লাব'র সাধারন সভা অনুষ্টিত     সোনাগাজী মডেল থানা বার্ষিক পরিদর্শনে ফেনী পুলিশ সুপার     চট্টগ্রামে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের এক পাইলট নিহত!     সোনাগাজীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ উদ্বোধন     দাগনভূঞা প্রবাসী ফোরামের বর্ষপূর্তি উদযাপন ও প্রাদেশিক কমিটি ঘোষণা     ফেনীতে নানান আয়োজনে খেলাঘরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন     গ্রাম পুলিশদের জাতীয়করণের দাবিতে ঢাকা প্রেসক্লাবের সামনে অনশনে অংশগ্রহণ   

সোনাগাজীতে মোটরসাইকেল চুরি মামলায় দুই ইউপি সদস্য গ্রেফতার

প্রকাশ : ফেব্রুয়ারি ১, ২০২৪ | সময় : ৯:৪২ অপরাহ্ণ

সোনাগাজী প্রতিনিধি: ফেনী জেলার সোনাগাজী উপজেলায় মোটরসাইকেল চুরির গাজী নোমানের দায়ের করা মামলায়  কারাগারে পাঠালো আদালত।

আজ বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৯নং নবাবপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ এর সহ-সভাপতি আলী আশ্রাফ সোহেল মেম্বার এবং আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শামীম মেম্বার গ্রেফতার।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সোনাগাজী আমলী আদালতে বাদি হয়ে এ মামলা দায়ের করেন উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের বাখরিয়া গ্রামের নুরুল আমিনের ছেলে আব্দুল্লাহ আল নোমান। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই ফেনীকে তদন্ত প্রতিবেদন দাখিল করার আদেশ দেন।

সুত্রে জানা গেছে, সোনাগাজী পৌরসভার রাকিব প্লাজাস্থ ‘ব্লু ড্রিম’ নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল নোমান প্রতিদিনের ন্যায় ২০২২ সালের ২৩ অক্টোবর দুপুরের দিকে মার্কেটের নিচে YAMAHA FZSV2 150 CC নামে এক লাখ চলিশ হাজার টাকা মুল্যের মোটরসাইকেল রেখে দোকানে যায়।বিকাল প্রায় ৪ টার দিকে দোকান থেকে নেমে নিচে এসে দেখে তার মোটরসাইকেলটি চুরি হয়ে যায়।এসময় খোজখবর নিয়ে না পেয়ে আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সি. সি ফুটেজ সংগ্রহ করে মোটরসাইকেল চোর ও চক্রের সদস্যদের পরিচয় সনাক্ত করে ভুক্তভোগী নোমান।

এ ঘটনায় নোমান বাদী হয়ে আমিরাবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড’র ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া শামিম, পিরোজপুর জেলার সুটিয়াকাঠি এলাকার সামছুল হকের ছেলে মেহেদি হাসান তালুকদার, ফেনী সদর উপজেলার দক্ষিন ফরহাদ নগরের মৃত আলি আহম্মদের ছেলে মিন্টু মিয়া ও নবাবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত মাস্টার জাফর আহম্মদের ছেলে আলি আশ্রাফ সোহেল এবং বরিশাল জেলার দেরবটি গ্রামের মৃত খালেক মাতব্বরের ছেলে বাদাল মতব্বর ও রনি দাসকে আন্ত: জেলা চোর চক্রের সংঘবদ্ধ সদস্য উল্লেখ করে তাদেরকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।